bangladesh academy for securities markets

(Academic Wing of Bangladesh Securities and Exchange Commission)

Announcements
  • Training Program on IAS & IFRS to be held on 19-22 January, 2025
  • Training On Brokerage Operation to be held on 13-14 January, 2025
  • Investors' Awareness Training Program to be held on 18 January, 2025 (Online_Rangpur)
  • Investors' Training Program to be held on 30-31 December, 2024
** পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন ** ** Investors' Awareness Training Program to be held on 18 January, 2025 (Online_Rangpur) ** ** Training Program on IAS & IFRS to be held on 19-22 January, 2025 ** ** সচেতন বিনিয়োগ, সমৃদ্ধ আগামী" **

বিনিয়োগ শিক্ষা কনফারেন্স, সিলেট-২০২৩

Event Information

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২০১৭ সালে উদ্বোধনকৃত দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ একাডেমী ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর যৌথ উদ্যোগে আগামী ২১ জানুয়ারি ২০২৩ইং, শনিবার সকাল ০৯:৩০ ঘটিকা হতে দুপুর ০১:০০ ঘটিকা পর্ষন্ত সময়ে “আমান উল্লাহ কনভেনশন সেন্টার”, এমসি কলেজ রোড, আরামবাগ, সিলেটে বিনিয়োগ শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত হবে। উক্ত কনফারেন্সের সাথে যুগপৎভাবে একটি বিনিয়োগ শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। মেলাটি ২১ জানুয়ারি ২০২৩ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত চলবে। উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমদ, এমপি উক্ত কনফারেন্সটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।