“পুঁজিবাজারে নারী ” বিএসইসি ও বিএএসএম এর যৌথ আয়োজন
Event Information
দেশের
পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে ‘পুঁজিবাজারে নারী’ শীর্ষক একটি
আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
পুঁজিবাজার
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং
বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) যৌথ উদ্যোগে নারীদের নিয়ে এ
আলোচনা সভার আয়োজন করেছে।
মঙ্গলবার
(৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের
অডিটরিয়ামে ‘পুঁজিবাজারে নারী’ শীর্ষক বিশেষায়িত আলোচনা সভা হবে।
সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী
রুবাইয়াত-উল- ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএসইসির কমিশনার ড. শেখ
শামসুদ্দিন আহমদ।
সভায়
বিভিন্ন বিষয়বস্তু উপস্থাপনা করবেন বাংলাদেশ এসএমই করপোরেশন লিমিটেডের (বিএসসিএল)
প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মিস সিলমাত চিশতি, ঢাকা স্টক এক্সচেঞ্জের
(ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এফসিএ এফসিএমএ,
স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব সামি আহমদ, ই-জেনারেশনের
ব্যবস্থাপনা পরিচালক জনাব শামিম আহসান, ইন্টারন্যাশনাল ফ্যাইন্যান্স করপারেশনের
(আইএফসি) করপোরেট গভর্ন্যান্স অফিসার মিস লোপা রহমান।
এছাড়া
সভায় আলোচনায় অংশ নেবেন ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মিস হুমাইরা আজম,
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও মিস ফারজানা চৌধূরী, এসএমই
ফাউন্ডেশনের ডিজিএম মিস ফারজানা খান এবং ইকোনোমিক রিপোর্টাস ফোরামের সাবেক সভাপতি
মিস শারমিন রিনভি।
বিএসইসির নির্বাহী পরিচালক ড. এ.টি.এম. তারিকুজ্জামান সিপিএ, বিএএসএম এর
মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরীসহ বিএসইসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত
থাকবেন।