SEBON কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ চালু করেছে বিএএসএম।

বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস
(বিএএসএম) নিজ কার্যালয়ে সিকিউরিটিজ বোর্ড ফর নেপাল’র (SEBON) অফিসারদের জন্য ট্রেনিং
প্রোগ্রামের আয়োজন করেছে। রবিবার (২১ জানুয়ারী) এ ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করা
হয়। ট্রেনিং প্রোগ্রামটি উদ্বোধন করেন বিএএসএম’র মহাপরিচালক। ট্রেনিং প্রোগ্রামে এসইবিওএন’র
১১ জন অফিসার অংশগ্রহন করেন। ৪ দিন ব্যাপী এ প্রোগ্রামে অংশগ্রহনকারী দল ট্রেনিং এর
পাশাপাশি বাংলাদেশে সিকিউরিটিজ এন্ড এক্সচেজ্ঞ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেজ্ঞ
(ডিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটিড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি
বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এবং ইবিএল সিকিউরিটিজ লিমিটেড এ ভিজিট করবেন।
ট্রেনিং প্রোগ্রামটি সমাপ্ত হবে জানুয়ারী ২৪ তারিখে। সমাপণী অধিবেশনে বিএসইসি’র
চেয়ারম্যান ড. শিবলী রুবাইয়াত-উল- ইসলাম উপস্থিত থেকে অংশগ্রহনকারীদের সার্টিফিকেট
প্রদান করবেন।