08 Aug 2022
“বিনিয়োগ শিক্ষা কনফারেন্স, ময়মনসিংহ ২০২২

সচেতন বিনিয়োগ সমৃদ্ধ আগামী এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে দেশের পুজিবাজারে বিনিয়োগকারীদের যথাযথ অংশগ্রহণ এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে সাধারণ বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শীর্ষক এক কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল-ইসলাম এর সভাপতিত্বে সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, কামরুল হক মারুফ, যুগ্ম সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রনালয়, এনামুল হক, জেলা প্রশাসক, আহমার উজ্জামান, পুলিশ সুপারসহ বিএসইসি ও বিএএসএম এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।