bangladesh academy for securities markets

(Academic Wing of Bangladesh Securities and Exchange Commission)

08 Aug 2023

‘পুঁজিবাজারে নারী’

মঙ্গলবার রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) কর্তৃক আয়োজিত ‘পুঁজিবাজারে নারী’ বিষয়ক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে একজন নারী নেতৃত্ব দিচ্ছেন। উনার অভিজ্ঞতার কারণে আজ দেশের অর্থনীতি অনেক দূর এগিয়েছে। উনার কারণেই আজ আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন দেখছি।

তিনি বলেন, আমরা দেখেছি পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ অনেক কম। এর কারণ সবাই মনে করেন বাজারে অনেক ঝুঁকি আছে। ঝুঁকি আছে, তবে সেটা বেশি সেকেন্ডারি মার্কেটে। ঝুঁকি ছাড়াও বাজারের অনেক প্রোডাক্ট আছে। আপনি বন্ডে বিনিয়োগ করতে পারেন আপনি যদি ভালো কোম্পানি, ভালো ব্যাংক দেখে বিনিয়োগ করেন তাহলে সেখানে ঝুঁকি অনেক কম।

শিবলী রুবাইয়াত বলেন, জিরো কুপন বন্ডে বিনিয়োগ করতে পারেন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন সেখানেও ঝুঁকি কম। তিনি আরও বলেন, সেকেন্ডারি মার্কেটের বেলায় আমি বলবো সেখানে বিনিয়োগ করতে হলে একটু জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। না হলে আপনার ঝুঁকি আছে। জেনে বুঝে বিনিয়োগ করতে পারলে এই মার্কেট থেকেও আপনারা লাভবান হতে পারবেন।

Recent News