bangladesh academy for securities markets

(Academic Wing of Bangladesh Securities and Exchange Commission)

27 May 2023

বিনিয়োগ শিক্ষা কনফারেন্স বগুড়া ২০২৩

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ায় ১৮ মার্চ, ২০২৩ শনিবার বিনিয়োগ শিক্ষা কনফারেন্সের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস যৌথভাবে এই কনফারেন্সের আয়োজন করেছে।

কনফারেন্সের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ডাক, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি প্রথম অধিবেশনে সভাপতি বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কারনবশত উপস্থিত হতে পারেননি। এতে এই অধিবেশনে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

প্রথম অধিবেশনে বিনিয়োগ শিক্ষা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। প্যানেল আলোচনায় সঞ্চালক হিসেবে থাকবেন বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান।

দ্বিতীয় অধিবেশনে থাকবে নারী বিনিয়োগকারীদের সঙ্গে সভা। এতে স্বাগত বক্তব্য রাখবেন টিএমএসএফের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম (অশোকা ফেলো, পিএইচএফ অ্যান্ড একেএস)। প্যানেল আলোচনায় সঞ্চালনা করবেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম। সমাপনী বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দীন আহমেদ।

Recent News