bangladesh academy for securities markets

(Academic Wing of Bangladesh Securities and Exchange Commission)

Announcements
  • Training on Mutual Fund to be held on 15-16 October 2024
  • Investors' Training Program to be held on 20-21 October, 2024
  • Training on Capital Market Operation to be held on 21-24 October, 2024
  • World Investor Week 2024 to be held on 7 October 2024 at 03 PM. Join via ZOOM Platform, Meeting ID: 886 3815 8025, Passcode: bsec1234
  • Investors' Training Program to be held on 30 Sep to 01 Oct, 2024
  • Training on IAS, IFRS and Financial Reporting to be held on 29 Sep to 02 Oct, 2024
  • Training on Securities Trading and Investment Analysis to be held on 22-25 September, 2024
  • Training On Brokerage Operation to be held on 10-11 September, 2024
  • Training on Fixed Income Securities to be held on 8-9 September, 2024
  • Investors' Training Program to be held on 28-29 August, 2024
  • Training on Compliance of Securities Market Rules and Regulations to be held on 18-21 August 2024
  • Training on Economics for Capital Market to be held on 29 June, 2024
  • Investors' Training Program to be held on 25 June, 2024 (University Students Only)
  • Investors' Training Program to be held on 05-06 June, 2024
  • Training on Securities Trading and Investment Analysis to be held on 26-29 May, 2024
** সচেতন বিনিয়োগ, সমৃদ্ধ আগামী" ** ** Training on Capital Market Operation to be held on 21-24 October, 2024 ** ** পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন ** ** World Investor Week 2024 to be held on 7 October 2024 at 03 PM. Join via ZOOM Platform, Meeting ID: 886 3815 8025, Passcode: bsec1234 ** ** Investors' Training Program to be held on 20-21 October, 2024 ** ** Training on Mutual Fund to be held on 15-16 October 2024 **
17 Feb 2023

‘মুদ্রানীতি জানুয়ারী-জুন ২০২৩: অর্থনীতি ও পুঁজিবাজারের উপর সম্ভাব্য প্রভাব’

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেনপুঁজিবাজারকে ভাল করতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা রয়েছে। বাংলাদেশ ব্যাংক নীতি সহায়তাসহ মনিটরিংয়ের জায়গা থেকে সহায়তা করতে পারে বলে তিনি মনে করেন। সোমবার বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)’ এর আয়োজনে বিএসইসির মাল্টিপারপাস হলে মুদ্রানীতি জানুয়ারী-জুন ২০২৩: অর্থনীতি ও পুঁজিবাজারের উপর সম্ভাব্য প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে বিএসইসির কমিশনার এ কথা বলেন। এদিন সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। এছাড়া বিএসইসির চেয়ারম্যানকমিশনারবৃন্দ এবং সকল কর্মকর্তাকর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

শামসুদ্দিন আহমেদ বলেনপুঁজিবাজারকে ভাল করতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক নীতি সহায়তাসহ মনিটরিং এর জায়গা থেকে সহায়তা করতে পারে। একইসঙ্গে অর্থনৈতিক দিকগুলোর পাশাপাশি কৃষি এবং এসএমইসহ সকল খাতে যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছড়িয়ে পড়তে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া তথ্য উপাত্তোর উপর গুরুত্বারোপ করে ব্যাপক গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেন তিনি।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। তিনি মুদ্রানীতির গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বলেনমুদ্রানীতির সাথে দেশের অন্যান্য সব নীতির গভীর সম্পর্ক রয়েছে। দেশের বিভিন্ন নীতির মাঝে সমন্বয় দরকার।
তিনি মুদ্রানীতির চ্যালেঞ্জমুদ্রানীতির অভিষ্ট লক্ষ্যসমূহমুদ্রানীতিতে ব্যালেন্স অব পেমেন্টমূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গৃহীত উদ্যোগবাংলাদেশের প্রেক্ষাপটে আর্থিক অন্তুর্ভুক্তিটেকসই উন্নয়ন ভাবনার প্রেক্ষাপটে আর্থিক সেবা খাতের নয়া ভূমিকা ইত্যাদি বিষয়ে তথ্যবহুল আলোচনা তুলে ধরেন।

তিনি পুঁজিবাজারের জন্য মুদ্রানীতির সিদ্ধান্তগুলোর তাৎপর্যবাসেল-০৩ এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালিকরনের সম্ভাবনাসরকারি বন্ডের বাজার তৈরিতে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির যৌথ উদ্যোগ এবং গ্রিন ফাইনান্সিং ইত্যাদি বিষয় আলোচনা করেন। তিনি পুঁজিবাজারকে যথার্থ সক্রিয় করতে প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি পদক্ষেপগুলো সকলের সামনে তুলে ধরেন। এছাড়া বছরে দুবার মুদ্রানীতি ঘোষণার সংস্কৃতি পুনরায় চালু করার জন্য সরকার ও বাংলাদেশে ব্যাংকের গভর্নরকে ধন্যবাদ জানান।

এছাড়াও তিনি বলেনবিশ্বের অর্থনীতি দ্রুত বদলানোয় ঘন ঘন মুদ্রানীতি ঘোষণা করা গেলে তা ভাল হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যবস্থাপনার গুরুত্বের কথা বলেন তিনি। তিনি ডিজিটাল বাংলাদেশ উপহার দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

Recent News